কালশী বস্তির আগুনে ২৫০ ঘর পুড়ে ছাই
২১ ডিসেম্বর ২০২০ ১৮:১৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৮:৫৩
ঢাকা: ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কালশী বস্তির আগুন। তবে এর আগেই আগুনে পুড়ে ছাই হয়েছে আড়াইশ শতাধিক ঘর। এসব ঘরে নিম্ন আয়ের প্রায় ২৮০টি পরিবারের বসবাস ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে কালশী এলাকার নাভানা টাওয়ারের পেছনের তালতলা বস্তিতে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি টিম ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করে। বিকেল ৩টা ৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই বস্তিবাসীর যতটুকু ক্ষতি হওয়ার, হয়ে গেছে।
বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জীবন আহমেদ সারাবাংলাকে জানান, তখনো আগুন সম্পূর্ণ রূপে নেভেনি। তবে যেটুকু আগুন রয়েছে, তা থেকে আর কোনো ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা নেই। তবে ফায়ার সার্ভিস যত দ্রুতসম্ভব ওই আগুনটুকুও নেভানোর চেষ্টা করছে।
জীবন আহমেদ জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঠিক কতগুলো ঘর পুড়েছে, তাও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা হবে প্রায় আড়াইশ।