Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারের সময় কোটি টাকার সোনার বারসহ যুবক গ্রেফতার


২১ ডিসেম্বর ২০২০ ১৭:৩৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৮:০৬

যশোর: ভারতে পাচারের সময় ২০পিস সোনার বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ ডিসেম্বর) ভোরে যশোর শহরের পৌরপার্কের সামনে থেকে ওই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, তারা গোপনে জানতে পারেন একটি চক্র শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে সোনার চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছে। এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

আটক যুবক ইমাদুল হোসেন বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার পাচারকারী যশোর সোনার বার স্বর্ণবার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর