শীতার্তদের পাশে অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির
২১ ডিসেম্বর ২০২০ ১৭:২২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৭:২৫
রাজবাড়ি: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ীতে দেড় শতাধিক দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে ও বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির কর্মস্থলে থাকায় তার পক্ষে শীতবস্ত্রগুলো বিতরণ করেন জিটিভি ও সারাবাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান।
রাজবাড়ি জেলার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির বর্তমানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ট্রেনিং অ্যান্ড ওরিয়েন্টেশন উয়িংয়ের পরিচালক ও র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
পর্যায়ক্রমে রাজবাড়ি জেলার পাঁচটি উপজেলাতেই পর্যায়ক্রমে অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।