Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী সূচক, ফের হাজার কোটি টাকার ওপরে লেনদেন


২১ ডিসেম্বর ২০২০ ১৬:৫০

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবার লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) ডিএসইতে একহাজার ১৩৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ২৭৭ কোটি টাকা বেশি এবং গত ১৫ নভেম্বরের পর একদিনে ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন।

গত ১৫ নভেম্বর ডিএসইতে ১ হাজার ১৯৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।

সোমবার (২১ ডিসেম্বর) ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের ৩৩ কোটি ৫ লাখ ৪১ হাজার ৯৭৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৬টির এবং ৮০টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১১৫ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৮ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে এক হাজার ১৩৭ কোটি ২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৬০ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬১ প্রতিষ্ঠানের ১ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৭১৭টি শেয়ার ও মিউচুয্যাল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৭টির কমেছে ৯৩টির এবং ৫১টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৮ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ২৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ৩০ কোটি ৩৬৯ লাখ টাকার শেয়ার।

বিজ্ঞাপন

ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার লেনদেন শেয়ার কেনাবেচা হাজার কোটি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর