Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ ডিসেম্বর দেশব্যাপী বিএনপির বিক্ষোভ


২১ ডিসেম্বর ২০২০ ১৬:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ২০:৫০

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর সেই কলঙ্কময় দিবসের দ্বিতীয় বর্ষপূর্তী। বাংলাদেশের মানুষ এই দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গেই স্মরণ করে। ২০১৮ সালের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ৩০ ডিসেম্বর দেশের সব জেলা ও মহানগর পর্যায়ে সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ করা হবে। এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ করবে।

তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় বিএনপি মহাসচিব ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

সম্প্রতি দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে শোকজ করা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ আহমেদের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি তা দলের কোনো সভায় আলোচনাও হয়নি।

বিজ্ঞাপন

৩০ ডিসেম্বর টপ নিউজ বিএনপি বিক্ষোভ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর