Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পররাষ্ট্রমন্ত্রী কথায় সন্দেহ, তিনি বাংলাদেশ না ভারতের মন্ত্রী’


২১ ডিসেম্বর ২০২০ ১৫:০৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৬:৫৯

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিংবা ভারত সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে বিষোদগার করছেন। পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে সন্দেহ হয়, তিনি কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের পররাষ্টমন্ত্রী?

সোমবার (২১ ডিসেম্বর) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে সীমান্তে ভারতীয় বাহিনী কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বারবার বলে ভারতকে বিব্রত করতে চাই না। ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে, সীমান্তে হত্যাকাণ্ডের কথা বলে এই চমৎকার সম্পর্ক নষ্ট করতে চাই না।’ সীমান্তে ভারতীয় বাহিনী আত্নরক্ষার্থে গুলি করে”- বলেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ সীমান্তে ফেলানীসহ শত শত নিরীহ মানুষকে ভারত নির্বিচারে গুলি করে হত্যা করছে। এ হত্যার প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে সারাদেশে আজ বিএনপি কালো ব্যাজ ধারণ, কালো পোশাক পরিহিত হয়ে কালো পতাকা উত্তোলন করছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত ভারতীয় বাহিনীর হাতে এক হাজার ৫১০ জন বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ২০০৮ সালের পর ৪৩৯ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। প্রতিবেশী সীমান্তরক্ষী বাহিনীর হাতে এই ধরনের নির্বিচারে হত্যাকাণ্ড জাতিসংঘের সনদের চরম লঙ্ঘন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভারতীয় পক্ষ থেকে বলা হচ্ছে সীমান্ত চোরাচালানীরা যখন চোরাচালান করতে ভারতীয় সীমান্তে প্রবেশ করে তখন তারা গুলি করে। একইসুরে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলছেন।গত ১৭ ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীর যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালে আলোচনা করেছেন। আলোচনা শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন তিনি হতাশ। কিন্তু আজকে (২১ ডিসেম্বর) একটি জাতীয় ইংরেজি পত্রিকায় পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার পড়ে আমার সন্দেহ হয়েছে তিনি কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের পররাষ্টমন্ত্রী?’

মির্জা ফখরুল বলেন, “পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে, সীমান্তে হত্যাকাণ্ডের কথা বারবার বলে ভারতের সঙ্গে চমৎকার সম্পর্ক নষ্ট করতে চাই না।ভারতীয় বাহিনী আত্নরক্ষার্থে গুলি করে।’ বাংলাদেশের পররাস্ট্রমন্ত্রীর পক্ষে এই ধরনের কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

মির্জা ফখরুল বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ তো দূরের কথা সরকার তা নিয়ে ভারতের সঙ্গে কথা বলারও প্রয়োজন মনে করছেন না। শুধু সীমান্ত হত্যাকাণ্ড নয় তিস্তার পানি নিয়েও সরকার কোনো কথা বলছে না। সরকার ভারতের সমস্ত চাহিদা মেটাচ্ছে আর আমার দেশের কোনো সমস্যা মিটবে না, এটি কোন ধরনের বন্ধুত্বের সম্পর্ক?’

মির্জা ফখরুল বলেন, ‘পানির সমস্যা আমাদের জীবন-মরণ সমস্যা, এ সমস্যা নিযে বারবার বলা হচ্ছে সমাধান হবে। কিন্তু কোনো সমাধান হচ্ছে না্। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তিস্তার পানির হিস্যা না পেয়েও আমরা কিন্তু ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দিছি। শুধু তাই না অভিন্ন ১৫৪টি নদীর প্রায় প্রত্যেকটির উজানে ভারত এক তরফা বাদ দিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ছোট দেশ হতে পারে কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। বাংলাদেশের মানুষ একটি যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে। সরকারের উন্নয়নের জন্য গলা ফাটিয়ে কথা বলছে, অনান্য বিষয়ে কথা বলছে কিন্তু আমাদের নূন্যতম স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, জনগণের অধিকার নিয়ে সরকার কথা বলছে না। বরং প্রতিবেশি রাষ্ট্রের কাছে মাথা নত করছে। আমরা ভারতকে দোষারোপ না করে সরকারকে বলছি, আপনারা কোন বাংলাদেশে স্বার্থে সীমান্ত হত্যা নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারছেন না?’

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা সীমান্ত হত্যা, পানির সমস্যা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাকে কেন ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে বলেন।” এটা কোনো দায়িত্বশীল পররাষ্ট্রমন্ত্রীর কথা হতে পারে?

মির্জা ফখরুল ববলেন, ‘কেউ সীমান্ত অতিক্রম করলে দুই দেশের প্রচলিত আইনে বিচার হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখনও ভারতে মুক্ত নয়। তিনি সেখানে আটক রয়েছেন, তার মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। কিন্তু বর্তমানে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছি।’

টপ নিউজ ফখরুল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মির্জা ফখরুল রাজনীতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর