Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কৃষক আন্দোলনের ফেসবুক পেজ ‘ব্লকড’


২১ ডিসেম্বর ২০২০ ১৪:১২

কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের কৃষক আন্দোলনের অন্যতম সংগঠন কিসান একতা মোর্চার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ব্লক করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) ওই পেজ থেকেই নয়া কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক আন্দোলনের লাইভ ভিডিও সম্প্রচার করা হয়েছিল। তারপরই ওই পেজ ব্লক করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় ভারতে অনলাইন দমননীতি নিয়ে বিতর্ক নতুন করে দানা বাঁধল।

এদিকে, কিসান একতা মোর্চা’র ওই ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ছিল সাত লাখেরও বেশি। সংগঠনটি দাবি, কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণ দেখিয়ে ফেসবুক থেকে সরানো হয়েছে পেজটি।

বিক্ষোভকারীদের দাবি, স্বরাজ ইন্ডিয়া দলের প্রধান যোগেন্দ্র যাদবের একটি সাক্ষাৎকার লাইভ সম্প্রচারের পরেই ফেসবুক এবং ইনস্টাগ্রামের তরফে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই দিল্লির সীমানায় বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের কয়েক হাজার কৃষক। তার নেতৃত্ব দিচ্ছে অন্তত ৪০টি সংগঠন। কৃষকদের দাবি, নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনাতেও বরফ গলেনি।

ইনস্টাগ্রাম কিসান একতা মোর্চা কৃষক আন্দোলন ফেসবুক ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর