মাদক মামলায় ‘গোল্ডেন’ মনিরের বিরুদ্ধে প্রতিবেদন ১৯ জানুয়ারি
২১ ডিসেম্বর ২০২০ ১৪:০৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৪:১৩
ঢাকা: মাদক আইনে রাজধানীর বাড্ডা থানার দায়ের করা মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামি ১৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল, কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক পরবর্তী প্রতিবেদনের জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়িতে অভিযান চালায় র্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গত ১০ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়।