করোনায় চমেকের ‘কোভিড ল্যাবের’ ডাক্তারের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২০ ১২:৩৩
চট্টগ্রাম ব্যুরো : নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ ডিসেম্বর) ভোরে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মৃত হাসান মুরাদ (৪৭) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি চমেকের করোনার সংক্রমণ শনাক্তকরণ ল্যাবেও দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী।
চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ জানান, হাসান মুরাদ কোভিড এনকাফালাইটিসে আক্রান্ত হন। করোনার সংক্রমণের পর অক্সিজেনের অভাবে তার ব্রেইন আক্রান্ত হয়। গত একমাস ধরে তিনি পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, চমেক হাসপাতালের আরও দু’জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিএমএ নেতা ফয়সল ইকবাল বলেন, ‘হাসান মুরাদ চমেকের ৩৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চমেকে কোভিড ল্যাব প্রতিষ্ঠা হলে তিনি শুরু থেকেই এর সঙ্গে যুক্ত হন। করোনাকালে মানুষকে সেবা দিতে গিয়েই তিনি আক্রান্ত হলেন এবং শেষপর্যন্ত মারা গেলেন। মুরাদসহ চট্টগ্রামে ১৪ জন চিকিৎসককে আমরা করোনায় হারিয়েছি।’