সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল
২১ ডিসেম্বর ২০২০ ১০:৪৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১০:৫৩
ঢাকা: নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়া ঠেকাতে এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। এরই প্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার সকালে সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার। তিনি জানান, করোনার কারণে সৌদি সরকার এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে। যে কারণে এক সপ্তাহের জন্য সৌদির সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীগণকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালী সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
এদিকে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, কোনো ব্যতিক্রম ছাড়া এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করছে সৌদি আরব। এই স্থগিতাদেশের সময় আরও বাড়তে পারে। তবে সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য এই স্থগিতাদেশ প্রযোজ্য নয়। তারা সৌদি আরব ত্যাগ করতে পারবে।
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে সড়ক ও আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে ইউরোপের দেশগুলো। সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণও এটাই বলে জানিয়েছে এএফপি।