Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


২১ ডিসেম্বর ২০২০ ১০:১৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১২:৩৪

নেত্রকোনা: জেলার গৌরীপুর উপজেলার বেলতলী এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার রাত নয়টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঁচ যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি নেত্রকোনা যাচ্ছিল। পথিমধ্যে বেলতলী বাজার থেকে দুইশত গজ সামনে একটি দাড়াঁনো পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সিএনজির তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুইজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক পলাতক।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর এক ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়তন্ত্রে আনে। পুনরায় সড়ক যোগাযোগ স্থাপন করে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গৌরীপুর উপজেলা নেত্রকোনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর