Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসায় গেলেন ভারতের হাই কমিশনার, শিক্ষাবৃত্তি চালুর আশ্বাস


২০ ডিসেম্বর ২০২০ ২১:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় শিক্ষকদের সঙ্গে বৈঠকে তিনি মাদরাসার মেধাবী ছাত্রদের ভারতে গিয়ে পড়াশোনার সুযোগ দেওয়ার পাশাপাশি শিক্ষাবৃত্তি চালুর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে মাদরাসার পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে নগরীর ষোলশহরের বিবিরহাট এলাকায় মাদরাসায় যান দোরাইস্বামী। মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ অছিয়র রহমানসহ শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে অধ্যক্ষের কক্ষে তিনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি।

বিজ্ঞাপন

জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ অছিয়র রহমান সারাবাংলাকে বলেন, ‘এক সপ্তাহ আগে ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের কর্মকর্তা শুভাশীষ সিনহা সাহেব আমাকে ফোন করে হাই কমিশনার মাদরাসা পরিদর্শন করতে চান বলে জানান। আমি বলেছি, ওয়েলকাম, উনি তো আমাদের মেহমান। আজকে (রোববার) তিনি এসেছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। উনাকে খুবই উদারমনা মানুষ বলে মনে হয়েছে। আমরা উনার কাছে একটা প্রস্তাব রেখেছি। আমাদের জামেয়ার ছাত্ররা বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে যান। ভারত একটি বড় রাষ্ট্র এবং সেখানে বিশ্বমানের অনেক বিশ্ববিদ্যালয় আছে। সেখানেও আমাদের ছাত্রদের পড়ালেখার সুযোগ এবং স্কলারশিপ চালুর প্রস্তাব আমরা দিয়েছি। প্রস্তাবের ব্যাপারে উনাকে খুব ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি বলেছেন, এ ব্যাপারে একটা আবেদন দিতে। উনি ভারত সরকারের সঙ্গে কথা বলবেন এবং এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

বিজ্ঞাপন

আলাপে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির কার্যক্রম ভারতের হাই কমিশনারের কাছে তুলে ধরার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা জানিয়েছি যে, গাউছিয়া কমিটি করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে মারা যাওয়া মুসলিম-হিন্দুসহ যেকোনো ধর্ম-বর্ণের মানুষের লাশ দাফনের কাজ করে আসছে। শুধু মুসলমান নয়, ২৪ জন হিন্দুর লাশও সৎকারে সহযোগিতা করেছে গাউছিয়া কমিটি। হাই কমিশনার সাহেব এই কর্মকাণ্ডের কথা জেনে খুব খুশি হয়েছেন।’

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে অধ্যক্ষ অছিয়র রহমান বলেন, ‘আমরা হাই কমিশনার সাহেবকে বলেছি, আমাদের মাদরাসার পাশেই বড় একটা হিন্দুপাড়া। তাদের সঙ্গে আমাদের এমনই সদ্ভাব যে, তারা এই জামেয়া মাদরাসাকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে। এভাবেই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মধ্যে হৃদ্যতা আছে। আমি অনুরোধ করেছি, বাংলাদেশের মতো ভারতেও যাতে সবাই মিলেমিশে থাকে, মুসলমানরা যাতে মান-ইজ্জত নিয়ে নিরাপদে থাকতে পারে, সেটা যেন নিশ্চিত হয়। উনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন।’

বৈঠক শেষে মাদরাসার অধ্যক্ষ বিভিন্ন ভবন ও স্থাপনা ভারতের হাই কমিশনারকে দেখান। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি, চট্টগ্রামে সহকারী হাই কমিশনারের কার্যালয়ের দ্বিতীয় সচিব শুভাশীষ সিনহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

এদিকে মাদরাসা পরিদর্শন শেষে ভারতের হাই কমিশনার নগরীর পেনিনসুলা হোটেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এরপর তিনি নৈশভোজে যোগ দেন।

চট্টগ্রাম দোরাইস্বামী পরিদর্শন ভারতীয় হাই কমিশনার মাদরাসা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর