Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০৪ কোটি ৯২ লাখ টাকা আর্থিক ক্ষতির অডিট নিষ্পত্তির সুপারিশ


২০ ডিসেম্বর ২০২০ ২১:১৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ২১:১৯

ঢাকা: আদায়ের মাধ্যমে ‘স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে’র বার্ষিক অডিট রিপোর্টে উল্লেখিত ১০৪ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৯০৬ টাকা আর্থিক ক্ষতি নিষ্পত্তি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সংসদীয় কমিটির পরবর্তী সভায় তদন্ত কমিটির সদস্যদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার এবং র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে একইসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ১৬টি অডিট আপত্তি ইতোপূর্বে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সুপারিশের আলোকে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ১৬টি অডিট আপত্তির ক্ষেত্রে আগে নেওয়া সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের পার্বত্য চট্টগ্রাম, পল্লী উন্নয়ন ও স্থানীয় প্রতিষ্ঠান অডিট অধিদফতরের দেওয়া ২০১০-২০১১ অর্থ বছরের হিসাব পর্যালোচনা করে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১১-২০১২’ বার্ষিক অডিট রিপোর্টে এক্ষেত্রে ১০৪ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৯০৬ টাকা আর্থিক ক্ষতি নিরুপণ করে।

কমিটি এসব ক্ষতি রিপোর্টের আলোকে নিষ্পত্তির সুপারিশ করে।

বিজ্ঞাপন

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্ষতিপূরণ আদায় টপ নিউজ বার্ষিক অডিট রিপোর্ট স্থানীয় সরকার

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর