Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে আনা হচ্ছে করোনার ভ্যাকসিন: খাদ্যমন্ত্রী


২০ ডিসেম্বর ২০২০ ২০:৩৭

নওগাঁ: দেশে জানুয়ারিতে করোনার ভ্যাকসিন আনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে মন্ত্রী এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে দেশে করোনা ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা দিয়েছেন আমরা সেই লক্ষ্যে প্রতিটি উপজেলায় ভ্যাকসিন সঠিকভাবে ব্যবহার করার জন্য যে নীতিমালা দিয়েছেন সেটিও তৈরি করা হয়েছে।’ মানবদেহে ভ্যাকসিন পুশ করার জন্য দেশের প্রতিটি উপজেলা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রথম ধাপে করোনা মোকাবিলায় সফল হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে চিকিৎসক-নার্স, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ আমরা সকলে সচেতন আছি ও সচেতনতা বৃদ্ধি করে করোনাকে মোকাবেলা করছি।’

এর আগে, মন্ত্রী নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সরবরাহের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনার ভ্যাকসিন খাদ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর