Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে একলাখ টাকা জরিমানা


২০ ডিসেম্বর ২০২০ ২০:১৯

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠ থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ওই গ্রামের ডালিম হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ ডিসেম্বর) সকালে কয়রাডাঙ্গা গ্রামের মাঠে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধ মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এর ধারা মোতাবেক কয়রাডাঙ্গা গ্রামের ওমর আলীর ছেলে ডালিম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে সেখান থেকেই ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির। তাকে সহযোগিতা করে গোকুলখালী পুলিশ ফাঁড়ির পুলিশ।

জরিমানা ভ্রাম্যমাণ আদালত মাটি কাটার অপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর