‘বঙ্গবন্ধুকন্যা নৌকা প্রতীক দিয়ে আমাকে পৌরবাসীর মাঝে পাঠিয়েছেন’
২০ ডিসেম্বর ২০২০ ১৯:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ২০:০৪
নারায়ণগঞ্জ: পৌরসভা নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হলে তারাবো পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরিত করার আশ্বাস দিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাছিনা গাজী বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আবার আমাকে পৌরবাসীর মাঝে পাঠিয়েছেন। পৌরবাসী আমাকে পুনরায় নির্বাচিত করলে আমি তারাবো পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার চেষ্টা করবো।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মতিয়ার রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি এসব কথা বলেন।
তারাবো পৌরসভার বর্তমান মেয়র হাছিনা গাজী বলেন, ‘গত ৫ বছরে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে তারাবো পৌরসভার চিত্র। সেইসঙ্গে বদলে গেছে পৌরবাসীর জীবনমান। পৌরবাসী আমাকে পুনরায় নির্বাচিত করলে আমি তারাবো পৌরসভাকে সিটি করপোরেশন করার চেষ্টা করবো।’
মনোনয়নপত্র জমা দিয়ে তিনি আরও বলেন, ‘রাস্তাঘাট পাকাকরণ-ড্রেনেজ ব্যবস্থা ছাড়াও ব্যাপক উন্নয়ন হয়েছে এ পৌরসভায়। উন্নয়নের সুফল ভোগ করতে শুরু করেছে পৌরবাসী। তারাবো পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এলাকাবাসী এখন পাচ্ছেন নাগরিক সুবিধা। গত ৫ বছরে পৌর এলাকায় ২৫০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।’ সামনে প্রায় ২০০ কোটি টাকার চলমান উন্নয়ন কাজ রয়েছে বলেও জানান নৌকা প্রতীকের এই মেয়রপ্রার্থী।
তারাবো পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রার্থী হাছিনা গাজীর মনোনয়ন জমা
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২০ ডিসেম্বর, যাচাইবাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। তারাবো পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২৬৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১৫১ জন ও নারী ভোটার ৪১ হাজার ১১৮ জন।