Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুফার সভাপতি শফিকুল, সাধারণ সম্পাদক আকতার


২০ ডিসেম্বর ২০২০ ১৮:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) নির্বাচনের ফল ঘোষণা হয়েছে শনিবার (১৯ ডিসেম্বর)। ব্যারিস্টার এম শফিকুল ইসলাম সভাপতি ও জি এম আকতার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আহমদ বশির।

এছাড়া ডুফা নির্বাচনে সহ-সভাপতি পদে তারিকুল আলম সুমন, সুজন মাহমুদ, নাসিরুল হক রিমু, কানিজ ফাতেমা লুনা, নাহিদ হোসেন ও মোশাররফ হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জয় পেয়েছেন—আবু সালেহ, কামরুল হাসান, মোহাম্মদ আসলাম হোসেন, মো. জাফরুল হাসান ও রুমানা আমিন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন— মোহাম্মদ আব্দুল্যাহ আল মামুন, মোহাম্মদ আমিনুল ইসলাম, শাওকাত আহমেদ, ঊর্মি ফারুকী ও শেখ রাজু আহমদ।

বিজ্ঞাপন

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন— প্রকাশনা, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক পদে জিয়াউল কবির সুমন, অর্থ সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান, দফতর সম্পাদক মো. হামিদুল ইসলাম, আইন সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রিয়াজুল ইসলাম, জেন্ডার এন্ড ফ্যামেলি বিষয়ক সম্পাদক জেসমিন আরা জুথি, ইভেন্ট সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান পাটওয়ারী, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. গোলাম সারওয়ার হিমন, ক্রীড়া সম্পাদক জহির রায়হান আলম এবং সাংস্কৃতিক সম্পাদক শ্যামলী বেগম। উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর ডুফার নতুন কমিটি শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার রাত থেকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ভোট-গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৬২০ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোট দেন, অর্থাৎ— শতকরা ৮৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সদস্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক আহমদ বশির, রাশেদুল ইসলাম ও রফিকুল ইসলাম নোমান।

ডুফা ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর