Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনা: পলাতক গেটম্যান সাময়িক বরখাস্ত


২০ ডিসেম্বর ২০২০ ১৮:১২

জয়পুরহাট: জেলা সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় বাস ও ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার দায়ে গেটম্যান নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) রেলওয়ে বিভাগের পরিবহন কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম, দিনাজপুরের হিলি রেলওয়ের সিনিয়ার সাব এসিস্ট্যান্ড ইঞ্জিয়ার বজলুর রশিদসহ রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা জানান, দায়িত্ব অবহেলার জন্য গেটম্যান নয়ন মিয়া এককভাবে দায়ী বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এখনও শত চেষ্টাতেও মেলেনি পলাতক নয়ন মিয়ার অবস্থান বা তার পূর্ণ ঠিকানা। তদন্তকারী টিম, রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে জানতে চাইলে ‘তদন্ত ও আইনগত ব্যবস্থার স্বার্থে’ তারা নয়ন মিয়ার কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসান জানান, জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে, আগামী ৩ কার্য দিবসের মধ্যে দু’টি তদন্ত টিমকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপরও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার পৌনে ৭টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে ভয়াবহ বাস ও ট্রেন সংঘর্ষের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন বাসযাত্রী। দিনাজপুরের পাবর্তীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এই মর্মান্তিক ঘটনার জন্য শুধু মাত্র গেটম্যানই দায়ি বলে অভিযোগ স্থানীয়দের।

গেটম্যান নয়ন পুরানাপৈল রেলগেট রেলওয়ে বিভাগ সাময়িক বরখাস্ত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর