Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ


২০ ডিসেম্বর ২০২০ ১৫:৪৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৭:৪২

মন্ত্রিসভার এক জরুরি বৈঠক থেকে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি। খবর রয়টার্স।

রোববার (২০ ডিসেম্বর) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্তের ব্যাপারে জানান।

এ ব্যাপারে নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিষ্ণু রিজাল বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদীয় দল এবং পার্টি কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। এমতাবস্থায়, তিনি পার্টির মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান না করে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে, এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি।

এদিকে, করোনা মহামারি এবং অর্থনৈতিক মন্দা মোকাবিলায় নেপালের প্রধানমন্ত্রীর ব্যর্থতা ব্যাপকভাবে আলোচনায় এসেছে। নিজের পার্টিতেই সমর্থন হারিয়ে, কোণঠাসা হয়ে পড়েছেন ওলি। এখন, প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই।

অন্যদিকে, নেপালের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর এই সুপারিশ আমলে নিয়ে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করলে দেশটিতে নতুন করে সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিবে।

যদিও, নেপালে পরবর্তী সংসদ নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হওয়ার কথা।

কে পি শর্মা ওলি নেপাল পার্লামেন্ট মন্ত্রিসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর