বঙ্গবন্ধুর ভাগ্নে সাদেক হোসেন বাবলু আর নেই
১৯ ডিসেম্বর ২০২০ ২২:৫৫
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সাদেক হোসেন বাবলু আর নেই।
শনিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসভবনে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয় নিকটজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলি ও এ টি এম সৈয়দ হোসেনের ছেলে তিনি।
আছর নামাজের পর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় যোগ দেন।
সাদেক হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।