Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু: তদন্তের দাবিতে মানববন্ধন


১৯ ডিসেম্বর ২০২০ ২০:২৩

কুড়িগ্রাম: প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্র শহিদুল ইসলাম অলি’র রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জুয়েল, রাকিব, বাঁধন, মিশু, রোমান, ছাত্রনেতা সাকিব ও মৃত শিক্ষার্থীর বাবা-মা। মানববন্ধনে ওই শিক্ষার্থীর পরিবার দাবি করেন, শহিদুল ইসলাম অলিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে প্রাইম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে সে আত্মহত্যা করছে।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।

উল্লেখ্য, ১৭ ডিসেম্বর আনুমানিক রাত ১০টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজের হোস্টেলের নিজ শয়ন কক্ষে তার মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখন পর্যন্ত ময়নাতদন্তের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। নিহত অলি কুড়িগ্রাম জেলা শহরের ডাকবাংলা পাড়ার কাঠমিন্ত্রী আবুল হোসেনের ছেলে।

প্রাইম মেডিকেল কলেজ বিক্ষোভ মানববন্ধন মৃত্যুর সঠিক শেষ বর্ষের ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর