Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে মিলল আরও একটি বোমা


১৯ ডিসেম্বর ২০২০ ১৯:৫১

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশনের চলমান পাইলিংয়ের সময় আরও একটি বোমা উদ্বার করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টনে এএইচএম তৌহিদ উল আহসান।

তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে মিনিটে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। এটি নিয়ে একই ধরনের তিনটি বোমা উদ্ধার হলো। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতিসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

ধারণা করা হচ্ছে, বোমাটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। এর আগে ১৪ ডিসেম্বর একটি আড়াইশ কেজির বোমা পাওয়া যায়। তারও আগে ৯ ডিসেম্বর একটি বোমা পাওয়া যায় যার ওজন সমপরিমাণ।

তিনটি বোমা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর