Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতা করতে বৈঠক করার অভিযোগে গ্রেফতার ১৮ নেতাকর্মী


১৯ ডিসেম্বর ২০২০ ২০:০৪

মেহেরপুর: জেলা সদরে পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি খাতুনসহ জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ফুলবাগানপাড়ায় ওয়ার্ড কাউন্সিলর শিউলি খাতুনের বাড়িতে এ অভিযান চালায়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, গোপন বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। নাশকতা ঘটানোর জন্য তারা বৈঠক করছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বৈঠকের কারণ স্পষ্ট হবে বলেও জানান তিনি। মেহেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে ডিবি কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

গোয়েন্দা পুলিশ জামায়াত-শিবির নারী কাউন্সিলর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর