৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
১৯ ডিসেম্বর ২০২০ ১৯:১৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৯:২০
জয়পুরহাট: জেলার সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় বাস ও ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে।
দুর্ঘটনার ৮ ঘণ্টা পর বিকেল ৩টায় রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান রেলওয়ে বিভাগের পক্ষ থেকে বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন ও আহত হয়েছেন আরও ৫ জন।
গেটম্যান ঘুমে, ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহত
পুরানাপৈল রেলগেটে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া বাসের হেলপার সোহেল হোসেন জানান, ‘ওই রেলগেটে কোনো গেটম্যান ছিল না, বাসটিতে ২০/২২ জন যাত্রী ছিলেন, বাসটি দুর্ঘটনার মুখে পরছে, এমন আশঙ্কা থেকে আমিসহ কয়েক জন যাত্রী বাসটি থেকে লাফিয়ে প্রাণে বেঁচে যাই।’
এ ব্যাপারে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।
বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম জানান, অনুমোদিত এ রেল গেটে ২ স্থায়ী ও ১ জন চুক্তিভিত্তিক গেট কিপার নিয়োজিত রয়েছেন। তারা ৮ ঘণ্টা করে শিফটে দায়িত্ব পালন করে থাকেন। ঘটনার সময় দায়িত্বে ছিলেন গেটকিপার নয়ন হোসেন। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।