Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক


১৯ ডিসেম্বর ২০২০ ১৯:১৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৯:২০

জয়পুরহাট: জেলার সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় বাস ও ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে।

দুর্ঘটনার ৮ ঘণ্টা পর বিকেল ৩টায় রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান রেলওয়ে বিভাগের পক্ষ থেকে বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন ও আহত হয়েছেন আরও ৫ জন।

গেটম্যান ঘুমে, ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহত

পুরানাপৈল রেলগেটে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া বাসের হেলপার সোহেল হোসেন জানান, ‘ওই রেলগেটে কোনো গেটম্যান ছিল না, বাসটিতে ২০/২২ জন যাত্রী ছিলেন, বাসটি দুর্ঘটনার মুখে পরছে, এমন আশঙ্কা থেকে আমিসহ কয়েক জন যাত্রী বাসটি থেকে লাফিয়ে প্রাণে বেঁচে যাই।’

এ ব্যাপারে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।

বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম জানান, অনুমোদিত এ রেল গেটে ২ স্থায়ী ও ১ জন চুক্তিভিত্তিক গেট কিপার নিয়োজিত রয়েছেন। তারা ৮ ঘণ্টা করে শিফটে দায়িত্ব পালন করে থাকেন। ঘটনার সময় দায়িত্বে ছিলেন গেটকিপার নয়ন হোসেন। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উত্তরবঙ্গ টপ নিউজ ট্রেন চলাচল শুরু ভয়াবহ দুর্ঘটনা রেলগেট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর