Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে নয়, দুর্দিন চলছে বিএনপির রাজনীতিতে: ওবায়দুল কাদের


১৯ ডিসেম্বর ২০২০ ১৯:০৫

নওগাঁ: বর্তমানে দেশে নয়; বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দুর্দিন চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক বিএনপি নেতারা দিচ্ছেন; প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।

শনিবার (১৯ নভেম্বর) জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেনআওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘দেশজুড়ে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকরী হচ্ছে বিএনপি। দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোনো কথা বলার সাহস দেখাতে পারেনি।’

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক, সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

একদলীয় শাসন বিএনপি বিএনপির রাজনীতি ভয়াবহ দুর্দিন