Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীসহ ৬ জায়গায় বুয়েট অ্যালামনাইয়ের মাস্ক বিতরণ


১৯ ডিসেম্বর ২০২০ ১৮:২২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ২২:০২

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, মালিবাগ, কমলাপুর রেলওয়ে স্টেশন, গুলিস্তান, ফকিরাপুল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে বুয়েট অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন ও বুয়েট শিক্ষক সমিতি। মাস্ক বিতরণে সার্বিক সহযোগিতা দিয়েছে গাজী গ্রুপ ও বাংলাদেশ স্কাউট।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীসহ দেশের ছয়টি স্থানে এই মাস্ক বিতরণ শুরু করা হয়।

বিজ্ঞাপন

মাস্ক বিতরণকালে বাংলাদেশ স্কাউটস-এর উপপরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাস্ক পরা কর্মসূচিকে ত্বরান্বিত করতে বুয়েট অ্যলামনাই অ্যাসোসিয়েশন ও বুয়েট শিক্ষক সমিতির এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত বোধ করছি। আমরা মনে করি বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরার কোনো বিকল্প নেই।’

দিনব্যাপী মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় জানিয়ে তিনি বলেন, ‘মহৎ এই উদ্যোগের সাথে দেশে শীর্ষ শিল্প গ্রুপ ‘গাজী গ্রুপ’ সম্পৃক্ত হওয়ায় কাজটি সবার জন্য সহজ হয়েছে। বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে গাজী গ্রুপকে সাধুবাদ জানাচ্ছি।’

মাস্ক বিতরণ কর্মসূচির বিষয়ে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও গাজী গ্রুপের ডিরেক্টর সানিয়া বিনতে মাহতাব সারাবাংলাকে বলেন, ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়ছে। করোনা মোকাবিলায় মাস্কের বিকল্প নেই। কেবল মাস্ক ব্যবহার করলে ৯০ থেকে ৯৫ শতাংশ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ করা সম্ভব। একইসঙ্গে এটাও সত্য যে, জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় সচেতনতার অভাব রয়েছে। এজন্য বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি ও বুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।’

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে সাধারণ মানুষের হাতে এসব মাস্ক তুলে দেওয়া হয়।

করোনাভাইরাস প্রতিরোধে ‘সকলে মাস্ক পরি, করোনা জয় করি’ শীর্ষক শ্লোগানে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মাস্ক বিতরণ শুরু করে বাংলাদেশ স্কাউটস।

বুয়েট শিক্ষক সমিতি ও বুয়েট প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে গাজী গ্রুপের সার্বিক সহযোগিতায় কমলাপুর রেল স্টেশনে মাস্ক বিতরণ কার্যক্রম অংশ নেয় বাংলাদেশ স্কাউটের আট সদস্য। তাদের দলনেতা হিসেবে ছিলেন কাজী ইসমাইল হোসেন রুমন। এই দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ইমরান হাসান সৈকত, নাজমুল হোসেন নয়ন, সাদিয়া আকতার মৌ ও মিতু আকতার মীম।

‘সকলেই মাস্ক প‌রি, করোনা‌ জয় ক‌রি’ স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

হাছিনা গাজী বলেন, ‘ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাই মাস্ক পরুন। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র ওষুধ মাস্ক। নিজে মাস্ক পরুন, অপরকে মাস্ক পরতে উৎসাহিত করুন।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাসের শুরু থেকে আপনাদের পাশে ছিলাম। এখনও আপনাদের পাশে আছি। যেকোনো সমস্যা আমাকে জানাবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।’

রাজধানীর অন্যান্য স্থানের মতো মালিবাগেও পথচারীদের মধ্যে কয়েক হাজার মাস্ক বিতরণ করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বুয়েট শিক্ষক সমিতি।

মাস্ক বিতরণের সময় স্কাউটস সদস্যরা জানায়, করোনা মহামারির মধ্যে মাস্ক পরার বিকল্প নেই। করোনা প্রতিরোধে বুয়েট ও গাজী গ্রুপের এই কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সমাজকল্যাণে এগিয়ে এসেছে বাংলাদেশ স্কাউটস ।

এ সময় পথচারীরা দীর্ঘ লাইন ধরে এসব মাস্ক গ্রহণ করেন।

শনিবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে রোভার স্কাউট প্রধান রাজিব পাল বলেন, ‘আমরা মনে করছি মাস্ক ব্যবহার না করলেও হয়তো করোনায় আক্রান্ত হবো না। এটি ঠিক না। আমরা নিজেরা যদি সচেতন না হই, তাহলে যেকোনো সময় প্রাণঘাতি এই রোগে আক্রান্ত হতে পারি।’

মখমলের কাপড়ের তৈরি উন্নতমানের মাস্ক পেয়ে খুশি পথচারীরা। সারাবাংলাকে তারা বলেন, ‘মখমল কাপড়ের হওয়ায় এই মাস্ক পরেও আরামে নিঃশ্বাস নেওয়া যায়।’

নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) মোকাবিলায় অন্যান্য স্থানের মতো রাজধানীর ফকিরাপুলেও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বুয়েট শিক্ষক সমিতি।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ফকিরাপুল মোড়ে মাস্ক বিতরণকালে বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহমেদ বলেন, ‘মাস্ক ব্যবহার অনেকের জন্য কষ্টের হলেও জীবন বাঁচানোর তাগিদে তা ব্যবহার করতে হবে। নিশ্চয় মৃত্যুযন্ত্রণার চেয়ে মাস্ক ব্যবহার বেশি কষ্টকর নয়।’

তিনি বলেন, ‘যেনতেনভাবে চলাফেরা করলে আমরা করোনায় আক্রান্ত হবো না, এটি অনেকেই মনে করেন। কিন্তু আমাদের বুঝতে হবে, যদি নিজেরা সচেতন না হই, তাহলে যে কোনো মুহূর্তে আমরা করোনায় আক্রান্ত হতে পারি। তাই পরিবারের সব সদস্যকে আমরা মাস্ক ব্যবহার করতে বলব। যখনই বাসা থেকে বের হবো, তখনই মাস্ক ব্যবহার করব।’

আরও পড়ুন:
‘সকলে মাস্ক পরি, করোনা জয় করি’
মালিবাগে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ
করোনা থেকে বাঁচতে মাস্ক পরতে হবে: হাছিনা গাজী
‘সচেতন না হলে যেকোনো সময় করোনা আক্রান্ত হতে পারি’

করোনাভাইরাস মাস্ক বিতরণ রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর