Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সকলে মাস্ক পরি, করোনা জয় করি’


১৯ ডিসেম্বর ২০২০ ১৫:৫৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৭:৪৬

ঢাকা: মাস্ক ব্যবহার করলে ৯৮ ভাগ করোনা প্রতিরোধ করা যায় এবং নিজেকে করোনা সুরক্ষা রাখা যায়। তাই করোনাভাইরাস প্রতিরোধে ‘সকলে মাস্ক পরি, করোনা জয় করি’ শীর্ষক শ্লোগানে নাগরিকদের মাঝে জনসচেতনা বাড়াতে রাজধানীর ছয়টি স্পটে একযোগে মাস্ক বিতরণ শুরু করেছে বাংলাদেশ স্কাউটস।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মাস্ক বিতরণ শুরু করে বাংলাদেশ স্কাউটস।

‘মাস্ক পরা মৃত্যুযন্ত্রণার চেয়ে কঠিন নয়’

মাস্ক বিতরণ কর্মসূচির বিষয়ে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও গাজী গ্রুপের ডিরেক্টর সানিয়া বিনতে মাহতাব সারাবাংলাকে বলেন, ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়ছে। করোনা মোকাবিলায় মাস্কের বিকল্প নেই। কেবল মাস্ক ব্যবহার করলে ৯০ থেকে ৯৫ শতাংশ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ করা সম্ভব। একইসঙ্গে এটাও সত্য যে, জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় সচেতনতার অভাব রয়েছে। এজন্য বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি ও বুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।’

বুয়েট শিক্ষক সমিতি ও বুয়েট প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে গাজী গ্রুপের সার্বিক সহযোগিতায় কমলাপুর রেল স্টেশনে মাস্ক বিতরণ কার্যক্রম অংশ নেয় বাংলাদেশ স্কাউটের আট সদস্য। তাদের দলনেতা হিসেবে ছিলেন কাজী ইসমাইল হোসেন রুমন। এই দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ইমরান হাসান সৈকত, নাজমুল হোসেন নয়ন, সাদিয়া আকতার মৌ ও মিতু আকতার মীম।

এ ব্যাপারে কাজী ইসমাইল হোসেন রুমন সারাবাংলাকে বলেন, ‘বুয়েট শিক্ষক সমিতি ও বুয়েট প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে বাংলাদেশ স্কাউট আজ সকাল ১০টা থেকে কমলাপুর স্টেশনে বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেছে। আমাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গাজী গ্রুপ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বর্তমানে নতুন করে আবার করোনার প্রকোপ বাড়ছে। এই সময়ে কেবল মাস্ক ব্যবহার করলে ৯৮ শতাংশ করোনা প্রতিরোধ করা সম্ভব। আমরা এই বিষয়টি জনগণের মাঝে তুলে ধরছি। যাতে জনগণ মাস্ক ব্যবহার করে এবং মাস্ক ব্যবহারে সচেতন হয়।’

কর্মসূচি চলাকালীন সময়ে যে সব নাগরিক মাস্কবিহীন রেলস্টেশনে চলাচল করছেন তাদের মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পাশাপাশি মাস্ক ব্যবহারের গুরুত্ব তাদের বুঝানোর চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে মাস্ক ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বাণী প্রচার করা হচ্ছে। তারপরেও মানুষ সচেতন হচ্ছে না।’

তিনি বলেন, ‘আজকে রমনা, বাসাবো টেম্পু স্ট্যান্ড, পিজি হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে, কমলাপুর রেল স্টেশনসহ ছয়টি স্পটে এই আমরা কার্যক্রম শুরু করেছি। কমলাপুরে আমরা আট জন স্কাউট বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। এখানে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হবে। সকল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।’

করোনাভাইরাস মাস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর