Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সচেতন না হলে যেকোনো সময় করোনা আক্রান্ত হতে পারি’


১৯ ডিসেম্বর ২০২০ ১৫:০৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৭:৪৯

ঢাকা: করোনা সচেতনতা বাড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলোতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বুয়েট শিক্ষক সমিতি। এতে সার্বিক সহযোগিতা দিয়েছে গাজী গ্রুপ ও বাংলাদেশ স্কাউট।

শনিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মাস্ক বিতরণকালে রোভার স্কাউট প্রধান রাজিব পাল বলেন, ‘আমরা মনে করছি মাস্ক ব্যবহার না করলেও হয়তো করোনায় আক্রান্ত হবো না। এটি ঠিক না। আমরা নিজেরা যদি সচেতন না হই, তাহলে যেকোনো সময় প্রাণঘাতি এই রোগে আক্রান্ত হতে পারি।’

বিজ্ঞাপন

গাজী গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ রকম একটি জনসেবামূলক কাজে সহযোগিতা করায় গাজী গ্রুপের কাছে আমরা কৃতজ্ঞ। ৩০ হাজার মাস্ক বিতরণের পরিকল্পনা থাকলেও এখন প্রায় দ্বিগুণ মাস্ক বিতরণ করছি।’

মাস্ক বিতরণ কর্মসূচির বিষয়ে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও গাজী গ্রুপের ডিরেক্টর সানিয়া বিনতে মাহতাব সারাবাংলাকে বলেন, ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়ছে। করোনা মোকাবিলায় মাস্কের বিকল্প নেই। কেবল মাস্ক ব্যবহার করলে ৯০ থেকে ৯৫ শতাংশ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ করা সম্ভব। একইসঙ্গে এটাও সত্য যে, জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় সচেতনতার অভাব রয়েছে। এজন্য বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি ও বুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।’

মখমলের কাপড়ের তৈরি উন্নতমানের মাস্ক পেয়ে খুশি পথচারীরা। সারাবাংলাকে তারা বলেন, ‘মখমল কাপড়ের হওয়ায় এই মাস্ক পরেও আরামে নিঃশ্বাস নেওয়া যায়।’

রাজিব পাল বলেন, ‘আমরা সবাইকে বলবো মাস্ক ব্যবহার করতে। স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করব। যখনই বাসা থেকে বের হবো, তখনই মাস্ক ব্যবহার করব।’

বিজ্ঞাপন

স্কাউটস সদস্য সাদ বলেন, ‘এ কার্যক্রমের উদ্দেশ্য হলো নিজেরা মাস্ক ব্যবহার করব এবং অন্যকে সচেতন করব। এই চর্চা যত বাড়বে এই রোগের প্রাদুর্ভাব তত কমবে। কষ্ট হলেও এটি নিয়মিত ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘মাস্ক ব্যবহার করলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। মানুষ কোণো কারণে এই বিষয়টি বুঝতে চাচ্ছে না। এ জন্য মাস্ক দেওয়ার পাশাপাশি আমরা তাদেরকে সচেতনও করছি।’

গাজী গ্রুপ বাংলাদেশ স্কাউট বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন বুয়েট শিক্ষক সমিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর