Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত


১৯ ডিসেম্বর ২০২০ ১৩:০২

বরিশাল: পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে বগা-বাউফল-দশমিনা সড়কের শাপলাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই মো. এনায়েত হোসেন ঝালকাঠির নলছিটিতে কর্মরত ছিলেন। তার বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামে।

জানা গেছে, নলছিটি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন এনায়েত। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এনায়েতকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

পটুয়াখালী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর