গেটম্যান ঘুমে, ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহত
১৯ ডিসেম্বর ২০২০ ০৯:১৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৯:২০
জয়পুরহাট: জেলার সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক। আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেল খোলা ছিলো। এতে জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী বাসটি কোনো বাধা ছাড়াই রেললাইনে উঠে পড়ে। এ সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে ঘটে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া বাসটি গিয়ে পড়ে ৫০০ মিটার দূরে। ঘটনাস্থলেই নিহত হন বাসের ১২ যাত্রী। গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে ধারণা পুলিশের।
জয়পুরহাটের পুলিশ সুপার সালাম কবির সারাবাংলা কে বলেন, গেটম্যান দায়িত্বে অবহেলা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। কারণ ট্রেন আসার সময়ও রেলক্রসিংয়ের গেট খোলা ছিলো।