রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ
১৮ ডিসেম্বর ২০২০ ২৩:১১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২৩:৫০
রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। ‘অপহৃত’ যুবলীগ নেতা পাইওখ্যই মারমা (৩৫) উপজেলার চিৎমরম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীরা তার নিজ বাড়ি চিৎমরমের মৈইদং পাড়া থেকে অপহরণ করে বলে অভিযোগ পরিবার ও স্থানীয়দের। পাইওখ্যই মারমা চিৎমরম ইউনিয়নের মৈইদং পাড়া চম্বুক মারমার ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছে। যুবলীগ নেতাকে কে বা কারা কেন অপহরণ করেছে, সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেনি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালিত করছে। এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।’
এদিকে যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে চিৎমরম এলাকায় শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চিৎমরম বাজার থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘুরে ফের বাজারে এসে শেষ হয়। কর্মসূচি থেকে অপহৃত যুবলীগ নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধারের আল্টিমেটাম দেওয়া হয়।
অন্যদিকে, রাঙ্গামাটি জেলা যুবলীগ এক বিবৃতিতে অপহৃত যুবলীগ নেতাকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছে।