জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু
১৮ ডিসেম্বর ২০২০ ২১:২৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২৩:২৮
জয়পুরহাট: গত মৌসুমের ৬৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০২০-২০২১ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৮তম আখ মাড়াই মৌসুম।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু।
জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েলসহ অন্যরা।
এবার বন্ধ হওয়া রংপুরের শ্যামপুর ও গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলের আখসহ জয়পুরহাট চিনিকলে চলতি মৌসুমে ১ লাখ ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে চিনি উৎপাদন হবে ১০ হাজার ৬৯২ মেট্রিক টন।
এবার চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ৬০ ভাগ। মিলগেটে এবারও প্রতি কুইন্টাল আখ ৩৫০ টাকা ও বাইরের কেন্দ্রগুলো থেকে ৩৪৩ টাকা দরে আখ কেনা হবে।