Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক নির্বাচন: বিদ্রোহীদের বহিষ্কারের হুঁশিয়ারি


১৮ ডিসেম্বর ২০২০ ২২:৪৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২৩:২২

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফও।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নগরীর বহদ্দারহাটের বাসভবনে এই সভা হয়েছে। সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

রুদ্ধদ্বার কক্ষে সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনে তেমন কিছু বলেননি আওয়ামী লীগ নেতারা। জানতে চাইলে প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘এটা মহানগর আওয়ামী লীগের সভা ছিল। এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। তারাই এ বিষয়ে বলবেন।’

জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান সারাবাংলাকে বলেন, ‘হানিফ ভাই নির্বাচনের প্রস্তুতি আবারও জোরালোভাবে শুরুর নির্দেশনা দিয়েছেন। ওয়ার্ডে-ওয়ার্ডে নগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সক্রিয় হতে বলেছেন। মানুষকে বোঝাতে বলেছেন। এছাড়া যেসব ওয়ার্ডে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আছেন, তাদের নিষ্ক্রিয় থাকতে বলা হয়েছে। অন্যথায় বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেছেন।’

শফিক আদনান জানান, মৃত্যুজনিত কারণে নগরীর যে চারটি ওয়ার্ডে পুনঃতফসিল হয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে কেন্দ্র থেকে সেসব ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাহবুবুল আলম হানিফ।

বিজ্ঞাপন

সভায় আরও বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ও মেয়র প্রার্থী রেজাউল করিম।

সহসভাপতি ও বর্তমান চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি। উপস্থিত ছিলেন সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ গুরুত্বপূর্ণ নেতারা।

গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর নির্বাচন কমিশন তা স্থগিত করে। নতুন করে আগামী ২৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ও চারটি ওয়ার্ডে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।

ফাইল ছবি

এম রেজাউল করিম কার্যনির্বাহী কমিটির সভা চট্টগ্রাম চসিক নির্বাচন টপ নিউজ বহিষ্কারের হুঁশিয়ারি বিদ্রোহী প্রার্থী মহানগর আওযামী লীগ মাহবুবউল আলম হানিফ শফিক আদনান