Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জের তারাবো পৌরসভায় আবারও নৌকা পেলেন হাছিনা গাজী


১৮ ডিসেম্বর ২০২০ ২২:৪৪

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে আবারও নৌকার মনোনয়ন পেলেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র হাছিনা গাজী।

স্থনীয় সরকার পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে মেয়র প্রার্থী হিসাবে তারাবো পৌরসভায় নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন হাছিনা গাজী।

শুক্রবার বিকালে মনোনয়ন বোর্ডের সভা শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সভায় আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ ড. আব্দুর রাজ্জাক লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান ও আবদুস সোবহান গোলাপ।

এর আগে আসন্ন তারাবো পৌরসভা নির্বাচন উপলক্ষে তারাবো পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেদিন রূপসী গাজী ভবনে বর্ধিত সভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাবো পৌরসভার বর্তমান মেয়র হাছিনা গাজীকে সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়ে একক প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়। তারাবো পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মোস্তাফিজুর রহমান মোল্লার সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াসহ অনেকে।

বিজ্ঞাপন

তারাবো নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচন মেয়র হাছিনা গাজী রূপগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর