চট্টগ্রামে কারাবন্দী ‘জঙ্গি’ সদস্যের মৃত্যু
১৮ ডিসেম্বর ২০২০ ২০:৫২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২১:৪৮
চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেডের’ এক সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগারের জেলার রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
মৃত হাজতি আমির হোসাইন ইসহাক (২৯) গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার মোফাচ্ছেল হোসাইনের ছেলে। জেলার রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, আমির হোসাইন বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সঙ্গে আরও নানান শারীরিক সমস্যা ছিল। গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার মৃত্যু হয়।
২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লটমণি পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ হামজা ব্রিগেডের সদস্য আমিরসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি এবং হাটহাজারী থানায় একটি মামলা আছে।
চট্টগ্রাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার জঙ্গি লটমণি পাহাড় হামজা ব্রিগেড