চট্টগ্রামে খালে ভেসে আসা যুবকের লাশ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২০ ১৮:৪৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৯:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি খালে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর রওশন বোর্ডিং এলাকায় একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম মিয়া সারাবাংলাকে জানান, যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। তার শরীরে কোনো পোশাক ছিল না। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে পিঠে সামান্য জখম আছে।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই নুরুল আলম।