১৬ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ
১৮ ডিসেম্বর ২০২০ ১৩:০৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৫:৫১
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মাহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ৯ এপ্রিল ও তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়ানো হয়। সেই ছুটি বাড়তে বাড়তে ঠেকে ১৪ নভেম্বর পর্যন্ত। দুই মন্ত্রণালয়ের ইঙ্গিত ছিল, পুরো নভেম্বরই থাকবে ছুটি। পরে গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নভেম্বর পেরিয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে স্কুল-কলেজ। বর্ধিত এই ছুটির মেয়াদের শেষ দিন ১৯ ডিসেম্বরের আগে শেষ কার্যদিবস ছিল গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)।
এর আগে, শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে শীতও কমতে হবে। কারণ শীতে পরিস্থিতি কোন দিকে যায়, সেটি পর্যবেক্ষণ করা জরুরি।’