বরিশালে পুলিশের ওপর হামলা: ৫০০ জনকে আসামি করে মামলা
১৮ ডিসেম্বর ২০২০ ১২:০৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৪:৩৯
বরিশাল: জেলার হিজলা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ আরও ৪৫০ জনকে অজ্ঞাতনামা আাসামি করে মামলা করেছে পুলিশ। উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাদি হয়ে এ মামলাটি করেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে আনা হয়েছে।
এর আগে, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলায়মান হোসেন শান্তর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ ডিসেম্বর রাতে খুন্নাগোবিন্দপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
সংঘর্ষের ঘটনায় হিজলা থানার ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। এসময় ভাঙচুর করা হয় ৫টি মোটরসাইকেল।