Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


১৭ ডিসেম্বর ২০২০ ২২:২৭

ভৈরব: ভৈরবের কালিকাপ্রসাদে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- নিকলী উপজেলার জালালপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রবিন (১৬) ও একই উপজেলার নোয়াগাঁও গ্রামের হাদিছ মিয়া (৫০) ও অজ্ঞাত আরও একজন (৪০)।

ভৈরব হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে কিশোরগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সিএনজির আরও ২ জন যাত্রী মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্রাক-সিএনজি দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর