জন্ম-মৃত্যুর তথ্য সংগ্রহে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ
১৭ ডিসেম্বর ২০২০ ২১:১০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২১:১১
ঢাকা: দেশের জন্ম-মৃত্যু ও বিবাহসহ নানা সূচকের তথ্য সংগ্রহে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, তথ্য সংগ্রহ যদি সঠিক হয় তাহলে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রকৃত চিত্র উঠে আসে। আর সেটির উপর ভিত্তি করেই সরকার নীতিকাঠামো তৈরি করতে পারে। সেক্ষেত্রে তথ্য সঠিক না হলে পরিকল্পনায়ও ভুল থেকে যেতে পারে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এমএসভিএসবি প্রকল্পের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ তাগিদ দেন। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বণিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মেসবাহুল আলম। বক্তৃতা করেন, বিবিএস’র উপ-মহাপরিচালক ঘোষ সুব্রত এবং এমএসভিএসবি প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মানিক লাল বনিক বলেন, জন্ম-মৃত্যু ভাইটাল স্ট্যাটিস্টিকসের গুরুত্বপূর্ণ একটি অংশ। অফিস অব দ্য রেজিস্টারের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম চলমান। তবে শতভাগ জন্ম-মৃত্যুর নিবন্ধন নিশ্চিত করতে আরও সময় লাগবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নিয়ন্ত্রণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এমএসভিএসবি প্রকল্পটি ১৯৮০ সাল থেকে জন্ম-মৃত্যুর বিভিন্ন সূচক নির্ণয় ও তথ্য সরবরাহ করে আসছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।
বিশেষ অতিথি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এমএসভিএসবি প্রকল্পটি দুটি জনশুমারির মধ্যবর্তী সময়ের জন্য জনতাত্ত্বিক সূচকের যোগান দিয়ে থাকে। একমাত্র এই প্রকল্পের মাধ্যমে জনতাত্ত্বিক বিষয়ক যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব। তাই প্রকল্পটির ডাটার মানের বিষয়ে সবাইকে গুরুত্ব দিতে হবে।’
প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, ‘এই প্রকল্পের আওতায় এসভিআরএস একটি ডুয়েল রেকডিং সিস্টেম সার্ভাইলেন্স কার্যক্রম এবং এর ডাটা রিয়েল টাইম ডাটা। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ডাটা কালেকশন হতে শুরু করে রিপোর্ট প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপ খুবই বেশি সতর্কতা অবলম্বন করা হয়। এই প্রকল্প ভাইটাল স্ট্যাটিস্টিকসের গুরুত্বপূর্ণ সূচকগুলো দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে। এছাড়া টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জনে নিয়মিতভাবে এসডিজিবিষয়ক ১৪টি সূচকের তথ্য সরবরাহ করে আসছে।’