Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে বাবাকে খুন করল ছেলে


১৭ ডিসেম্বর ২০২০ ২১:৩৩

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে ছাদেকুল ইসলামের ছুরিকাঘাতে বাবা শফিউল ইসলাম (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শফিউল ইসলামের বাড়ি রওশনবাগ বাজারের পাশে কৃষ্ণপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ছাদেকুল একজন মাদকাসক্ত যুবক। নেশার টাকা না পেলে সে পরিবারের সদস্যদের মারধর করে। আজ বিকেলে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয় সে। সন্ধ্যায় বাবা শফিউল বাড়ির পাশে রওশনবাগ বাজারে গেলে ছাদেকুল পেছন থেকে এসে তার পেটে-বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা শফিউলকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, হাটের লোকজন মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ছাদেকুলকে আটক করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ছুরিকাঘাত নেশার টাকা মাদকাসক্ত ছেলে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর