Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেলো বান্দরবান


১৭ ডিসেম্বর ২০২০ ২০:৪৪

বান্দরবান: বান্দরবানে প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন ইয়াসমিন পারভীন তিবরীজি। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।

বান্দরবান নতুন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি প্রশাসন ক্যাডারে ২২তম বিসিএস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ণ বিভাগে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ‘গভরনেন্স অ্যান্ড পাবলিক পলিসি ’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে ইয়াসমিন পারভীন তিবরীজি তিন কন্যা সন্তানের মা। তার পিতা সৈয়দ শামসুদ্দীন আহমদ তিবরীজি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। মায়ের নাম সৈয়দা হামিদা বেগম। তাঁর স্বামী খালেদ বিন চৌধুরী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান। তার বাড়ি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায়।

তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসাবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইয়াসমিন পারভীন তিবরীজি ২০১২ সালে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবেও দায়িত্ব পালন করেন।

এর আগে, গতবছরের ডিসেম্বরে বান্দরবান জেলায় পুলিশ সুপার পদে বেগম জেরিন আখতারকে নিয়োগ দেওয়া হয়েছিল।

ইয়াসমিন পারভীন তিবরীজি জেলা প্রশাসক দায়িত্ব পালন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর