Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ কোটি করোনা ভ্যাকসিন দেবে ভারত


১৭ ডিসেম্বর ২০২০ ১৮:২৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২০:১৪

ঢাকা: করোনাভাইরাস নিয়ে চলমান সংকট মোকাবিলায় বাংলাদেশকে তিন কোটি ভ্যাকসিন দেবে ভারত। পাশাপাশি দুই দেশের বেসরকারি পর্যায়েও করোনা ভ্যাকসিন নিয়ে যৌথ সহযোগিতার আলাপ চলছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। দুই দেশের সরকারপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সাতটি সমাঝোতা স্মারক সই হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন নিয়ে কাজ করছে। আজকের বৈঠকে ভারত জানিয়েছে, আমাদের তারা তিন কোটি ভ্যাকসিন দেবে। তারা এই ভ্যাকসিন দিলে আমরা সঙ্গে সঙ্গে তা বিতরণ করে দেবো। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের বেসরকারি একাধিক গ্রুপ করোনা ভ্যাকসিন নিয়ে উভয়ের মধ্যে সহযোগিতা নিয়ে আলাাপ চলছে। আমাদের বেক্সিমকো গ্রুপ এ বিষয়ে কাজ করছে।’

দুই দেশের শীর্ষ বৈঠক শেষে ভারতীয় মিশন এক বার্তায় জানিয়েছে, ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের জন্য নিরাপদ ও যথাসময়ে ভারতে উদ্ভাবিত ও উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে সহযোগিতা জোরদার করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উভয় দেশের ওষুধ উৎপাদনকারী সংস্থাগুলো ইতোমধ্যে ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা নিয়েছে। এছাড়াও, উৎপাদনে সহযোগিতার সম্ভাবনাও অনুসন্ধান করা হবে।

আরও পড়ুন-

আরও পড়ুন-

বিজ্ঞাপন

করোনা সংকট করোনার ভ্যাকসিন নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর