Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্ন আদালতে অবকাশ শুরু


১৭ ডিসেম্বর ২০২০ ১৬:১২

ঢাকা: সারাদেশের জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসমূহে বাৎসরিক অবকাশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এই অবকাশের সময়ে ওই সব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল-মামুনকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত কে এম ইমরুল কায়েশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ২০, ২১, ২২, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

তবে এই ছুটির আওতাবহির্ভূত থাকবে সারাদেশের ম্যাজিস্ট্রেট এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতসমূহ।

অবকাশ অবকাশ শুরু জেলা ও দায়রা জজ টপ নিউজ মহানগর দায়রা জজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর