সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত থাকার আহ্বান
১৬ ডিসেম্বর ২০২০ ২৩:২৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২৩:৫২
রংপুর: সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে রংপুর জেলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, কোনো রাজাকার-আলবদরের কাছে বাঙালিরা হেরে যায়নি। বাঙালিরা মানুষ অসাম্প্রদায়িক চেতনার। তাই সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিতে দেশবাসীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এসময় ধর্মান্ধদের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, পাকিস্তানি পরাজিত দোসররাই আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় মেনে নিতে পারেনি। অসাম্প্রদায়িক বাংলাদেশকে ধর্মের দোহাই দিয়ে বারবার উসকে দেওয়ার ষড়যন্ত্রে তারাই লিপ্ত। কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রুখে দেওয়ার প্রস্তুতি সাম্প্রদায়িক অপশক্তি