Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণ বঞ্চিত তিগ্রাইয়ের ২৩ লাখ শিশু – ইউনিসেফ


১৬ ডিসেম্বর ২০২০ ২৩:৪৫

লড়াই চলমান থাকায় ইথিওপিয়ার উত্তরে তিগ্রাই অঞ্চলের প্রায় ২৩ লাখ শিশু জরুরি মানবিক ত্রাণ সহায়তার বাইরেই থেকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। খবর বিবিসি।

ইউনিসেফ’র পক্ষ থেকে বলা হয়েছে, শরণার্থী বা নিজ অঞ্চলেই গৃহহীন হয়ে পড়া শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে সুরক্ষা প্রয়োজন।

এদিকে, তিগ্রাই অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দিতে ইথিওপিয়া সরকারের সঙ্গে ‍জাতিসংঘের চুক্তি হলেও সেখানে ত্রাণ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না – বলে অভিযোগ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।

এর আগে, ৪ নভেম্বর থেকে তিগ্রাই যোদ্ধাদের সঙ্গে ইথিওপিয় সেনাবাহিনীর যুদ্ধ চলছে। সরকারের দাবি, তারা তিগ্রাই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং লড়াই শেষ হয়ে গেছে।

কিন্তু, তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) বলছে, এখনও কয়েকটি যুদ্ধক্ষেত্রে লড়াই চলছে।

অন্যদিকে, চলমান যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৫০ ‍হাজার মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী সুদানে পালিয়ে গেছে।

ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, শিশুদের জন্য জরুরি মানবিক সহায়তা নিয়ে ঢুকতে যত দেরি হবে সেখানে পরিস্থিতি তত খারাপ হবে।

পাশাপাশি, তিগ্রাইয়ে জরুরি, স্থায়ী, বিনা শর্তে এবং নিরপেক্ষভাবে ত্রাণের প্রবেশ এবং বিতরণের অনুমতি দেওয়ার আহ্বান জানায় ইউনিসেফ।

তবে, এখন পর্যন্ত ইথিওপিয়া সরকার বা টিপিএলএফ কর্তৃপক্ষ কেউই ইউনিসেফ’র ওই আহ্বানে সাড়া দেয়নি।

ইথিওপিয়া জরুরি ত্রাণ সহায়তা জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) তিগ্রাই তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)