বরিশালে ‘চিরন্তন মুজিব’ ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন
১৬ ডিসেম্বর ২০২০ ১৫:৫৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২৩:১৯
বরিশাল: বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘চিরন্তন মুজিব’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ‘চিরন্তন মুজিব’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
এসময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।