Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটকয়েনের দাম ২০ হাজার ডলার ছাড়াল


১৬ ডিসেম্বর ২০২০ ২১:৪১ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১২:৫৮

বিশ্বে বহুল পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের প্রতিটির দাম প্রথমবারের মতো ২০ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরা।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রতি বিটকয়েনের দাম ৪.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৪০ মার্কিন ডলার।

এদিকে, বিটকয়েনের দাম এ বছর বেড়েছে ১৭০ শতাংশ। বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত লাভের আশায় এবং মূল ধারার মুদ্রা ব্যবস্থায় সংযুক্ত হবে এমন সম্ভাবনা দেখে বিটকয়েনে অর্থলগ্নি করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এর আগে, অক্টোবরে অনলাইন লেনদেনের অন্যতম প্লাটফর্ম পে-পাল ঘোষণা দেয় ব্যবহারকারীরা সরাসরি পে-পাল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা এবং সঞ্চয় করতে পারবেন।

এছাড়াও, দুই কোটি ৬০ লাখ মার্চেন্টের জন্য ক্রয় প্রক্রিয়ায় ক্রিপটোকারেন্সি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে পে-পাল।

তারপর থেকেই, বিশ্বজুড়ে বিটকয়েনের কদর বেড়ে যায়। অনেকেই বিটকয়েন কিনতে হুমড়ি খেয়ে পড়েন। সেই থেকেই, ঊর্ধ্বমুখী হয় বিটকয়েনের বাজার।

অন্যদিক, করোনা মহামারির মুখে বিশ্বে অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের মতো বিটকয়েনেও লাগে মন্দার হাওয়া। এ বছরের মার্চে ২৫ শতাংশ পর্যন্ত কমে যায় বিটকয়েনের দাম। সে সময় ইউরোপ এবং আমেরিকায় বিনিয়োগকারীদের মধ্যে সম্পদ বিক্রির মাধ্যমে নগদ টাকা হাতে রাখার প্রবণতা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছে আল জাজিরা।

প্রসঙ্গত, মার্চের সেই মন্দা কাটিয়ে উঠে মহামারির মধ্যেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের প্রতিটির দাম ২০ হাজার ডলার ছাড়াল।

ক্রিপ্টোকারেন্সি পে-পাল বিটকয়েন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর