Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবস: চবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা


১৬ ডিসেম্বর ২০২০ ১৯:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবস উপলক্ষে ফুল দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই ঘটনা ঘটে।

ছাত্রলীগের একাংশ বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপ। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সম্পাদক আরাফাত খান ও জসিম উদ্দিন।

ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইয়াছিন বলেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছি। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন গুণ্ডা আমাদের ওপর অতর্কিতে হামলা করেছে। পাঁচজনের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে তারা। আমরা হাটহাজারীর আলিফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে যাচ্ছি এখন।’

এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপদফতর বিষয়ক সম্পাদক ও ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল বলেন, ‘তারা ফুল দিতে গেছিল। কিন্তু ফুল দেওয়ার নাম করে তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা সাধারণত ফুল দিই সকালে প্রভাতফেরিতে। তারা ফুল দিতে গেছে দুপুরে। তাদের উদ্দেশ্য খারাপ ছিল। পরে জুনিয়ররা তাদের প্রতিহত করছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা শুনেছি। কেউ অভিযোগ দেয়নি। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পারব।

মারামারি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর