Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজাকারদের রাজনীতি-ভোটাধিকার নিষিদ্ধ করতে হবে’


১৬ ডিসেম্বর ২০২০ ১৪:৪৯

ঢাকা: স্বাধীনতাবিরোধী রাজাকার, মানবতাবিরোধী অপরাধী ও তাদের বংশধরদের সাংবিধানিকভাবে ভোটাধিকার এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

বুধবার (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এ দাবি জানায় বোয়াফ।

সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়েও স্বাধীনতাবিরোধী রাজাকার ও মানবতাবিরোধী অপরাধীর বংশধর পরিকল্পিতভাবে স্বাধীন-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের সাধারণ মানুষদের বিভ্রান্ত ও মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভাস্কর্য ইস্যু সৃষ্টি করে অসাম্প্রদায়িক চেতনা এবং উন্নয়নের বাংলাদেশকে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল নিয়েছে।’

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী রাজাকার, যুদ্ধাপরাধীদের রাজনীতি ও ভোটাধিকার সাংবিধানিকভাবেই নিষিদ্ধ এবং এই অশুভ অপশক্তির বিষবৃক্ষের মূলোৎপাটন করার সময়ের দাবি হয়ে উঠেছে। অন্যদিকে রাজাকারের তালিকা প্রণয়ন করে তাদের ব্যক্তি ও বংশ পরম্পনার পরিচয় দেশ ও জাতির সামনে তুলে ধরাও সরকারের নৈতিক দায়িত্ব।’

কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘ত্রিশ লাখ শহীদ আর দুই লাখেরও বেশি সম্ভ্রমহারা নারী মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চার মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হলে, দেশের ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করতে হলে পরিকল্পনা গ্রহণ করেই জঙ্গি-মৌলবাদের অশুভ শক্তি রুখে দিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বোয়াফের সহ-সভাপতি রাশিদা হক, মিজানুর রহমান, খন্দকার তারেক, যুগ্ম-সম্পাদক ইমরান খান, হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুর রহমান ইমন, সদস্য সাব্বির প্রমুখ।

রাজনীতি শ্রদ্ধা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর